forum
01783499925 Messenger
shopping_bag

0 item(s)

arrow_right_alt

YOUR CART

অনলাইন নিলামে আপনার প্রয়োজনীয় পন্য কিনে নিনসবচেয়ে কম দামে!

অনলাইনে কেনাকাটা কে আরো রোমাঞ্চকর করতে Four Star নিয়ে এসেছে অনলাইন নিলাম! আপনার প্রয়োজনীয় পণ্য আপনার নির্ধারিত মূল্যে কেনার দারুন সুযোগ। ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, কম্পিউটার এক্সেসরিজ, লাইফ স্টাইল, ইলেকট্রনিক্স, গ্যাজেটস, গিফট আইটেম সহ চমকপ্রদ সব পণ্যের সমাহার।

নিয়মাবলী :

১। প্রত্যেক ব্যবহারকারীর Four Star তে নিজস্ব একটি অ্যাকাউন্ট থাকতে হবে। নতুন ইউজার হলে সাইন-আপ করুন। পুরনো ইউজার হলে লগ-ইন করুন। ই-মেইল কিংবা ফোন নাম্বার দিয়েও সাইন-আপ করা যাবে। অ্যাকাউন্টে লগ-ইন করার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্টটি সম্পূর্ণ করতে হবে।

২। বিডিংয়ে অংশ নিতে হলে আপনাকে মেম্বারশিপ কার্ড ক্রয় করে Four Star বিডিং ক্লাব এর মেম্বার হতে হবে। প্রতিটি মেম্বারশিপ কার্ড এর বিপরীতে নির্দিষ্ট পরিমান বিডিং পয়েন্টস ইউজার একাউন্ট এ অ্যাড হয়ে যাবে, যা দিয়ে শুধুমাত্র বিডিং এ অংশগ্রহণ করা যাবে অন্য কোনো পণ্যের মূল্যের সাথে সমন্বয় করা যাবেনা।

৩। Four Star ওয়েবসাইট এ "বিড" অপশনে গিয়ে চলমান সকল বিডিং এর বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

৪। আপনার পছন্দের পন্যটি সিলেক্ট করে বিডিং অ্যামাউন্টটি প্রবেশ করুন।

৫। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিড চলবে এবং সময়ের কাউন্টডাউন এবং সর্বোচ্চ বিড এর পরিমান এবং বিড প্রদানকারীর নাম আপনি দেখতে পাবেন।

৬। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ বিডকারীই জিতে নিবে পন্যটি। এই ক্ষেত্রে যদি নির্ধারিত সময়ের পূর্বে কেউ পূর্ব নির্ধারিত সর্বোচ্চ মূল্য বিড করে ফেলে তাহলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে এবং বিডিং অটোমেটিক বন্ধ হয়ে যাবে।

৭। আপনি যদি বিজয়ী হোন তাহলে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে পন্যটি হোম ডেলিভারি করার ব্যবস্থা করবে। ডেলিভারির সময় ঢাকার মধ্যে ২-৩ কর্ম দিবস এবং ঢাকার বাইরে ৩-৫ কর্ম দিবস।